ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাসান আজিজুল হকের মৃত্যু অপূরণীয় ক্ষতি: মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১৬ নভেম্বর ২০২১   আপডেট: ১২:২৮, ১৬ নভেম্বর ২০২১
হাসান আজিজুল হকের মৃত্যু অপূরণীয় ক্ষতি: মমতা বন্দ্যোপাধ্যায়

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, তার প্রয়াণে সাহিত্যজগতের এক অপূরণীয় ক্ষতি হলো।

শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি হাসান আজিজুল হকের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রাজশাহীর নিজ বাড়িতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান। তিনি ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। টানা ৩১ বছর ধরে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপনা করে ২০০৪ সালে তিনি অবসরে যান।

/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়