Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৭ ১৪২৮ ||  ২৪ রবিউস সানি ১৪৪৩

জার্মানিতে করোনায় মৃত্যু ১ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২৫ নভেম্বর ২০২১  
জার্মানিতে করোনায় মৃত্যু ১ লাখ ছাড়ালো

জার্মানিতে করোনার মোট মৃত্যু এক লাখ ছাড়ালো। বৃহস্পতিবার দেশটির রবার্ট কোচ ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ৭৫ হাজার ৯৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় মোট মৃত্যু এক লাখ ১১৯ জনে পৌঁছেছে। দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলোতে রোগীর ব্যাপক চাপ বেড়েছে। সংক্রমণে আরও মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবার্ট কোচ ইনস্টিটিউটের প্রধান জানিয়েছেন, মৃত্যুর হার শূন্য দশমিক ৮ শতাংশের মানে হচ্ছে, দৈনিক সংক্রমণ প্রায় ৫০ হাজার এবং প্রায় ৪০০ জন মারা যেতে পারে।

জার্মানিতে করোনার টিকা নেওয়ার হার মাত্র ৬৮ দশমিক ১ শতাংশ। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এই হার বেশ কম। শপথ নিতে যাওয়া চ্যান্সেলর ওলফ স্কলজ জানিয়েছেন, তিনি টিকা নেওয়ার হার বাড়ানোর উদ্যোগ নেবেন এবং প্রয়োজন হলে এটি বাধ্যতামূলক করা হবে।

তিনি বলেছেন, ‘আমাদেরকে অবশ্যই টিকা নিতে হবে এবং ভাইরাসের বিস্তার রোধে বুস্টার ডোজ দেওয়া হবে। এই মহামারি থেকে পরিত্রাণের উপায় হচ্ছে টিকা।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়