ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইতালি উপকূলে ২৫০ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ২৮ নভেম্বর ২০২১  
ইতালি উপকূলে ২৫০ অভিবাসী উদ্ধার

ইতালির উপকূল থেকে এক নবজাতকসহ প্রায় ২৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

কোস্টগার্ড জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও সাগরের পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান চালাতে ১৬ ঘণ্টা সময় লেগেছে। মোট ২৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৪১ শিশু রয়েছে। 

উদ্ধার হওয়া অভিবাসীরা কোন দেশের তা জানায়নি ইতালি কর্তৃপক্ষ।

সম্প্রতি ইতালি উপকূলে নৌকায় করে আসা অভিবাসীদের সংখ্যা বেড়েছে। এর ফলে অভিবাসীদের স্রোত ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আরও চাপের মুখে পড়েছে প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সরকার।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়