ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্তদের ১০ শতাংশ শিশু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ৩০ নভেম্বর ২০২১  
দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্তদের ১০ শতাংশ শিশু

দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্তদের একটি উল্লেখযোগ্য অংশ শিশু। ওমিক্রনের সংক্রমণের কেন্দ্রস্থল তিসোয়ানে এলাকার হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের প্রায় ১০ শতাংশের বয়সই দুই বছরের নিচে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেলব ডিজিজ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ওয়াসিলা জাসাত জানিয়েছেন, বর্তমানে দক্ষিণ আফ্রিকা করোনা মহামারির চতুর্থ ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তৃতীয় ঢেউয়ের সময় ডেল্টা ভ্যারিয়েন্ট যখন বিস্তার ঘটছিল তখনও হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ শিশু ছিল।

তিনি বলেন, ‘খুব ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধক্ষমতা কম থাকে এবং তাদেরও টিকা দেওয়া হয় না, তাই তারা বেশি ঝুঁকিতে থাকে।’

জাসাত জানান, ওমিক্রনের রূপ বদল নিয়ে অতিরিক্ত উদ্বেগের কারণে হয়তো অনেক অভিভাবক শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন। তবে চলতি সপ্তাহেরর শেষে শিশুদের সংক্রমণের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

তিসোয়ানে এলাকায় দুই বছরের কম বয়সী ৫২ শিশুর দেহে করোনা শনাক্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি রয়েছে। আক্রান্ত এক শিশু মারা গেছে। তবে সে ওমিক্রনে সংক্রমিত হয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়