ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ৩ ডিসেম্বর ২০২১  
জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা জোরদার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের পাশে অস্ত্রধারী ব্যক্তির সন্দেহভাজন ঘোরাফেরায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সদর দপ্তরের বাইরে অস্ত্র হাতে এক ব্যক্তিকে ঘুরতে দেখা যাওয়ার পরপরই দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়। 

নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন জাতিসংঘের সদর দপ্তর।

জাতিসংঘের একজন মুখপাত্র জানান, জাতিসংঘ সদর দপ্তর বন্ধ রাখা হয়েছে। সেখানে পুলিশের কার্যক্রম চলছে। 

নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘ সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিচ্ছেন। ওই পথে জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে। তবে কার্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন কার্যক্রম চালু আছে।

পুলিশের তদন্তের কারণে জনগণকে ২৪ স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় ঢুকতে নিষেধ করা হচ্ছে বলে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ টুইটারে বলা হয়েছে। 

/এনএইচ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়