ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কার নাগরিককে পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ৩ ডিসেম্বর ২০২১  
পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কার নাগরিককে পুড়িয়ে হত্যা

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কার এক নাগরিককে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির শিয়ারকোট জেলায় এ ঘটনা ঘটেছে।

জেলা পুলিশ কর্মকর্তা উমার সাইদ মালিক জানিয়েছেন, ওই ব্যক্তির নাম প্রিয়ান্থা কুমারা। তিনি শিয়ালকোটের একটি কারখানার ব্যবস্থাপক ছিলেন।

প্রধানমন্ত্রী ইমরান খান হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি ভয়াবহ ও কারখানার নিরাপত্তার ওপর হামলা।  শ্রীলঙ্কার নাগরিককে জীবন্ত পুড়িয়ে ফেলা ‘পাকিস্তানের জন্য একটি লজ্জার দিন।’

তিনি বলেছেন, ‘আমি তদন্ত দেখভাল করছি এবং কোনো ভুল যাতে না হয়। যারা দোষী তাদেরকে আইনে সর্বোচ্চ সাজা দেওয়া হবে। গ্রেপ্তার প্রক্রিয়া চলছে।’

এক বিবৃতি পাকিস্তানের ইন্টার সার্ভিসেসে পাবলিক রিলেশন্স জানিয়েছে, এটি ‘ঠান্ডা মাথায় খুন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়