ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতে প্রবেশ করতে হলে যেসব বিধিনিষেধ মানতে হবে বিদেশিদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ৫ ডিসেম্বর ২০২১  
ভারতে প্রবেশ করতে হলে যেসব বিধিনিষেধ মানতে হবে বিদেশিদের

ওমিক্রন আতঙ্কে বিদেশ থেকে আসা যাত্রীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ভারত। গত সপ্তাহে এই বিধিনিষেধ আরোপ করা হয় এবং ১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়েছে।

কেন্দ্রীয় সরকার ঘোষিত এসব বিধিনিষেধের মধ্যে রয়েছে- প্রত্যেক যাত্রীকে বিমানের ওঠার আগের ১৪ দিনের ‘ট্রাভেল হিস্ট্রি’ জমা দিতে হবে। কেন্দ্রের এয়ার সুবিধা পোর্টালে একটি সেল্ফ ডিক্লারেশন ফর্ম পূরণ করে এই সব তথ্য জমা দিতে হবে।

যাত্রীদের আরটি-পিসিআর টেস্টের ফলও জমা দিতে হবে। ভ্রমণ শুরুর ৭২ ঘণ্টা আগে এই টেস্ট করাতে হবে।

রিপোর্টের ক্ষেত্রে কোনো ধরনের জালিয়াতির আশ্রয় নেওয়া যাবে না। ভুয়া রিপোর্ট জমা দিলে সেই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

ওমিক্রনের ঝুঁকিপূর্ণ কয়েকটি দেশের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। তালিকাভুক্ত এই দেশগুলি থেকে আসাবিমানযাত্রীদের উপর বাড়তি নজর রাখার কথা বলা হয়েছে।  এই তালিকায় রয়েছে ব্রিটেনসহ ইউরোপীয় দেশগুলি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জ়িম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল । 

এই দেশগুলো থেকে ভারতে কেউ এলে তাদের নিজের খরচে পুনরায় করোনা পরীক্ষা করাতে হবে। ওই টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরেই অপেক্ষা করতে হবে। 

কোনো যাত্রীরকরোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলে তাকে ‘ইনস্টিটিউশনাল কোয়ারান্টাইনে’ থাকতে হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়