ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হেলিকপ্টার বিধ্বস্ত : চিফ অব ডিফেন্স স্টাফ রাওয়াতের স্ত্রী মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৭:৫৩, ৮ ডিসেম্বর ২০২১
হেলিকপ্টার বিধ্বস্ত : চিফ অব ডিফেন্স স্টাফ রাওয়াতের স্ত্রী মারা গেছেন

ভারতের তামিলনাড়ুতে সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকাও রয়েছেন। বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১৩ জনই মারা গেছেন। শুধু এক জন পুরুষ আরোহী জীবিত আছেন। তিনি গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি বিপিন রাওয়াত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার বিপিন রাওয়াতকে বহনকারী এমআই-সেভেনটিন হেলিকপ্টারটি কোইমবাটোরের সুলুরের সেনা ঘাঁটি থেকে নীলগিরির ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজে যাচ্ছিল। পথে কুনুরে গভীর জঙ্গলের ওপর আছড়ে পড়ে এটি। এর পরপরই তাতে আগুন ধরে যায়। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়