ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সেভ দ্য চিলড্রেনের ২ কর্মীকে হত্যা করেছে মিয়ানমারের সেনারা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ২৮ ডিসেম্বর ২০২১  
সেভ দ্য চিলড্রেনের ২ কর্মীকে হত্যা করেছে মিয়ানমারের সেনারা

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের দুই কর্মীকে হত্যা করেছে মিয়ানমারের সেনাবাহিনী। মঙ্গলবার সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

এর আগে সেভ দ্য চিলড্রেন জানিয়েছিল, মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে সেনাদের সহিংসতায় নারী-শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। একই সময়ে তাদের দুই কর্মীকে আটক করা হয়েছিল। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘নারী ও শিশুসহ যে ৩৫ জনকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে ওই দুই কর্মী ছিল বলে তারা নিশ্চিত হয়েছে। সেনারা গাড়ি থেকে জোর করে মানুষগুলোকে নামিয়েছিল, তাদের মধ্যে কয়েক জনকে গ্রেপ্তার করে, অনেককে হত্যা করে ও তাদের দেহ পুড়িয়ে দেয়।’ 

সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহি ইঙ্গার অ্যাশিং বলেছেন, ‘এই সংবাদ পুরোপুরি ভীতিজনক। বেসামরিক নাগরিক এবং  নিবেদিত মানবতাবাদী, মিয়ানমারের লাখ লাখ শিশুকে সহায়তাকারী আমাদের কর্মীদের বিরুদ্ধে চালানো সহিংসতায় আমরা কেঁপে উঠেছি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়