ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চীনে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১১:৫৩, ৮ জানুয়ারি ২০২২
চীনে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) রাত ১টা ৪৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল জিনিং শহর থেকে ১৪০ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

চীনা সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের ২৫ মিনিট পর ৪ দশমিক ৯ মাত্রার একটি আফটার শক অনুভূত হয়। ভূমিকম্প আঘাত হানার পরপরই স্থানীয় দমকল বাহিনী জরুরি ভিত্তিতে ৫৫টি গাড়িতে করে অন্তত ৪৯৯ কর্মীকে ঘটনাস্থলে পাঠায়।

কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়