ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বৃক্ষরোপণ খাতে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ১৩ জানুয়ারি ২০২২   আপডেট: ১৯:৫৭, ১৩ জানুয়ারি ২০২২
বৃক্ষরোপণ খাতে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে মালয়েশিয়া

বাংলাদেশ থেকে বৃক্ষরোপন খাতে শ্রমিক নেবে মালয়েশিয়া। বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার বৃক্ষরোপণ ও পণ্য বিষয়ক মন্ত্রী দাতুক জুরাইদা কমরউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি মালয়েশিয়ার কৃষিখাতে শ্রমিকের সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত শ্রমিক না থাকায় পাম চাষ ও ফল সংগ্রহ ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে পামঅয়েল উৎপাদনে। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরে পামঅয়েলের দাম বেড়েছে ৬৪ দশমিক ১ শতাংশ। ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরে পামঅয়েলের দাম টনপ্রতি ছিল দুই হাজার ৬৮৫ দশমিক ৫০ রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা)। অথচ ২০২১ সালের একইসময়ে টনপ্রতি পামঅয়েলের দাম বেড়ে দাঁড়ায় চার হাজার ৪০৭ রিঙ্গিত। সংকট নিরসনে প্রতিবেশী ইন্দোনেশিয়া থেকে শ্রমিক নিয়োগের চেষ্টা চালানো হয়। তবে কিছু জটিলতায় তা আটকে যায়।

বৃহস্পতিবার দাতুক জুরাইদা জানিয়েছেন, চলতি বছর যাতে পাম ফল তোলায় কোনো সমস্যা না হয় সেজন্য বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ড থেকে শ্রমিক আনার চেষ্টা চলছে। এ ব্যাপারে মালয়েশিয়া সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে আলোচনা করছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়