ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দিল্লিতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১৩ জানুয়ারি ২০২২  
দিল্লিতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

এক দিনে করোনার সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। বৃহস্পতিবার সেখানে নতুন করে ২৮ হাজার ৮৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, দিল্লিতে পজিটিভিটির হার বেড়ে ২৯ শতাংশ হয়েছে। এর মানে হচ্ছে করোনা পরীক্ষা করছেন এমন তিন জনে এক জন পজিটিভ হচ্ছেন।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, গত বছরের মে মাসে ভারত যখন মহামারির দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করছিল সেই সময়ের পর দিল্লিতে পজিটিভিটির এই হার সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। নগরীজুড়ে ৬২ হাজারের বেশি রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দিল্লিতে ১৬ লাখ ৪৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ২৫ হাজার। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়