ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৯

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৪ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:০২, ১৪ জানুয়ারি ২০২২
পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৯

ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এ ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার ময়নাগুড়ি জেলায় এ দুর্ঘটনা ঘটে।

রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা বলেন, দুর্ঘটনার কারণ এখনই বলা যাবে না। কমিশনার অব রেলওয়ে সেফটি আসার পর জানা যাবে।

এদিকে, আহত ৩৬ জনের চিকিৎসা চলেছে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ৬ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের কয়েকজনকে স্থানান্তর করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।

শুক্রবার ভোরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। তিনি বলেন, উদ্ধারকাজ চলছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটলো, তার তদন্ত করা হবে।

সূত্র: আনন্দবাজার

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়