ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশসহ ১৫৩ দেশের যাত্রীদের ট্রানজিট বাতিল করলো হংকং

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৪ জানুয়ারি ২০২২   আপডেট: ১৬:৫৩, ১৪ জানুয়ারি ২০২২
বাংলাদেশসহ ১৫৩ দেশের যাত্রীদের ট্রানজিট বাতিল করলো হংকং

করোনার সংক্রমণের কারণে বাংলাদেশসহ ১৫৩ দেশের যাত্রীদের হংকং বিমানবন্দরে ট্রানজিট বাতিল করা হয়েছে। শুক্রবার হংকং বিমানবন্দরের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা এই দেশগুলোকে ‘এ’ তালিকায় রাখা হয়েছে। তালিকাতে থাকা দেশগুলোতে কেউ গত ২১ দিন অবস্থান করে থাকলে তাদের হংকং বিমানবন্দরে ট্রানজিট সেবা বাতিল করা হলো। ১৬ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং এটি বলবৎ থাকবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। 

তালিকাতে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য ও ফিলিপিন্সসহ ১৫৩টি দেশ রয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়