ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কলকাতায় করোনা পরিস্থিতি ভয়াবহ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ১৪ জানুয়ারি ২০২২  
কলকাতায় করোনা পরিস্থিতি ভয়াবহ

ভারতের পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে ঢল নেমেছে পূণ্যার্থীদের। কোভিড বিধি তোয়াক্কাই করছেন না পূণ্যার্থীরা। এর মধ্যেই রাজ্যের কোভিড বুলেটিনে উঠে এসেছে ভয়াবহ তথ্য।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুসারে দেখা যাচ্ছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৮ জনের। অথচ এক দিন আগে বৃহস্পতিবার রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছিল ২৬ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬৪৫ জন। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৪ শতাংশ। 

কলকাতার কোভিড পরিস্থতি এককথায় ভয়াবহ। শুধু কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৬৮৭জন। রাজধানীতে মৃত্যু হয়েছে সাত জনের। উত্তর ২৪ পরগনার মৃত্য়ু ছাপিয়ে গিয়েছে কলকাতাকেও। সেখানে মৃতের সংখ্য়া আট। 

উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা চার হাজার ১৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় এই সংখ্যা এক হাজার ৫৩৩ জন। হাওড়া, হুগলির ছবিও যথেষ্ট উদ্বেগজনক। হাওড়ায় আক্রান্তের সংখ্য়া এক হাজার ২২৩জন। হুগলিতে আক্রান্তের সংখ্য়া এক হাজার ৩৯৪ জন। সব মিলিয়ে গোটা রাজ্যে করোনার এই বাড়বাড়ন্ত ও তার সঙ্গে মৃত্যুর হার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে অনেকের। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়