ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রথমবারের মতো লকডাউনে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্রটি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ২২ জানুয়ারি ২০২২  
প্রথমবারের মতো লকডাউনে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্রটি

বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্র কিরিবাতিতে প্রথমবারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে। ১০ মাস পর চালু হওয়া প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটিতে চার জনের করোনা শনাক্ত হওয়ার পর এ ঘোষণা দিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দেশটি। 

২০২০ সালে মহামারি শুরুর পর দেশটিতে এবারই প্রথম করোনা শনাক্ত হয়েছে। সোমবার থেকে এখানে লকডাউন কার্যকর হবে। বিধিনিষেধের আওতায় বাসিন্দাদের বাড়ি থেকে বের হওয়া এবং যে কোনো সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ফিজি থেকে যাওয়া ফ্লাইটটির ৩৬ জনের করোনা পজিটিভ এসেছে। পরে স্থানীয়ভাবে চার জনের মধ্যে করোনা শনাক্ত হয়। গত সপ্তাহ পর্যন্ত দ্বীপরাষ্ট্রটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র দুই।

কিরিবাতির সবচেয়ে কাছের অঞ্চল হচ্ছে উত্তর আমেরিকা, যা প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে অবস্থিত। এর মোট জনসংখ্যা এক লাখ বিশ হাজার। 
জনগোষ্ঠীর কত অংশ করোনার টিকা পেয়েছে তা জানা যায়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়