ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আফ্রিকায় মৌসুমী ঝড়, নিহত বেড়ে ৭০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১৪:০৫, ২৮ জানুয়ারি ২০২২
আফ্রিকায় মৌসুমী ঝড়, নিহত বেড়ে ৭০

ছবি: আল জাজিরা

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় তিনটি দেশে মৌসুমী ঝড় আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। দেশ তিনটি হচ্ছে- মাদাগাস্কার, মোজাম্বিক ও মালাউই। গত সোমবার এই তিন দেশে মৌসুমী ঝড় ‌‌‘আনা’ আঘাত করে।

বৃহস্পতিবার আল জাজিরা জানায়, ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু বাড়ি-ঘর। এছাড়া ভারী বৃষ্টিতে কিছু কিছু ঘরবাড়ি ভেঙে পড়লে তার নিচে বাসিন্দাদের আটকে পড়ার ঘটনা ঘটে। একই সঙ্গে পানির স্রোতে কয়েকটি সেতু ভেঙে যায় এবং গবাদিপশু ডুবে যায় বলে জানা গেছে। হাজার হাজার বিপর্যস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছাতে উদ্ধারকর্মী ও জরুরি সাহায্যকারী দলগুলো কাজ করে যাচ্ছে।

এএফপি জানায়, মাদাগাস্কার, মোজাম্বিক ও মালাউইয়ে তাণ্ডবের পর ঝড়টি দুর্বল হয়ে জিম্বাবুয়ের ওপর দিয়ে বয়ে যায়। তবে সেখানে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা, এএফপি

/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়