ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুর বদল করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ২৮ জানুয়ারি ২০২২  
সুর বদল করলো রাশিয়া

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর ইউক্রেন নিয়ে সুর বদল করেছে রাশিয়া। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তার দেশ যুদ্ধ চায় না।

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, রাশিয়া আগামী মাসে ইউক্রেন আক্রমণ করতে পারে এমন একটি ‘স্পষ্ট সম্ভাবনা’ রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলিনস্কির সঙ্গে টেলিফোনে আলাপকালে বাইডেন এই সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

রুশ সংবাদমাধ্যমগুলোকে ল্যাভরভ বলেছেন, কিয়েভের সঙ্গে সংঘাত চায় না ক্রেমলিন। তবে রাশিয়ার নিরাপত্তায় ব্যবস্থার ওপর হুমকি হবে এমন কোনো কিছু বরদাশত করবে না মস্কো।

চলতি মাসে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। এ বিষয়ে গত এক সপ্তাহ ধরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে হুমকি-পাল্টা হুমকি চলছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়