ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাইডেন পরিবারে এসেছে নতুন অতিথি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ২৮ জানুয়ারি ২০২২  
বাইডেন পরিবারে এসেছে নতুন অতিথি

বয়স তার দুই বছর, গায়ে ধূসর রঙের পশম। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিবারের নতুন সদস্য সে। নাম তার উইলো। ফার্স্টলেডি জিল বাইডেনের নিজের এলাকা পেনসিলভানিয়ার উইলো গ্রোভ এলাকার সঙ্গে মিলিয়ে হোয়াইট হাউজের নতুন অতিথি বিড়ালটির নাম রাখা হয়েছে।

ফার্স্টলেডি প্রেস সেক্রেটারি মিশেল লারোজা জানান, ২০২০ সালে নির্বাচনী প্রচার চালানোর সময় বাইডেনের সঙ্গে প্রথম উইলোর দেখা হয়। একটি প্রচারমঞ্চে বাইডেন ওঠার পর বিড়ালটি সেখানে লাফিয়ে ওঠে। ওই সময় বাইডেনের সঙ্গে বিড়ালটির ‘তাৎক্ষনিক বন্ধুত্বের’ বিষয়টি দেখতে পান উপস্থিত কৃষকরা।

এক বিবৃতিতে লা রোজা বলেছেন, ‘উইলো তার প্রিয় খেলনা, উপহার এবং গন্ধ নেওয়ার ও অন্বেষণ করার জন্য প্রচুর জায়গা নিয়ে হোয়াইট হাউসে বসতি স্থাপন করছে।’

গত এপ্রিলে ফার্স্টলেডি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিড়ালটি হোয়াইট হাউজে আসার অপেক্ষায় রয়েছে। গত কয়েক মাস ধরে পরিচিতদের মাধ্যমে তাকে লালনপালন করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে কমান্ডার নামে জার্মান শেফার্ড কুকুরকে পোষাপ্রাণী হিসেবে গ্রহণ করেছিলেন। এবার সেই কমান্ডারের সঙ্গে যুক্ত হলো উইলো।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়