ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্রমিকদের দুয়ো ধ্বনিতে মঞ্চ ছাড়লেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২ মে ২০২২   আপডেট: ১৮:০৪, ২ মে ২০২২
শ্রমিকদের দুয়ো ধ্বনিতে মঞ্চ ছাড়লেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

শ্রমিকদের মঞ্চে হামলা ও দুয়ো ধ্বনির পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা মে দিবসের সমাবেশ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর রাস্টেনবার্গের কাছে একটি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। 

বিক্ষোভকারীরা স্থানীয় একটি খনিতে কাজ করছে। মজুরি বৃদ্ধির দাবিতে তারা কয়েক সপ্তাহ ধরে ধর্মঘট পালন করছে।

রোববার মে দিবসের সমাবেশে প্রেসিডেন্ট রামাফোসা তার ভাষণে খনি শ্রমিকদের উদ্বেগ দূর করার চেষ্টা করেন।

তিনি বলেন, ‘আমরা সেই বার্তাটি শুনেছি এবং আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব।’ শ্রমিকদের দাবি পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলার প্রতিশ্রুতি দেন রামাফোসা।

দুই মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, ভাষরণের এক পর্যায়ে প্রেসিডেন্ট রামাফোসা উত্তেজিত শ্রমিকদের শান্ত করার জন্য বারবার চেষ্টা করছিলেন। কিন্তু শ্রমিকরা তাকে নিয়ে আরও ঠাট্টা শুরু করে এবং দুয়ো ধ্বনি দেয়। পরে মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হন তিনি।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়