ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দ্বিতীয় মেয়াদের শপথ নিলেন ম্যাক্রন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ৭ মে ২০২২   আপডেট: ২০:০৫, ৭ মে ২০২২
দ্বিতীয় মেয়াদের শপথ নিলেন ম্যাক্রন

ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন ইমানুয়েল ম্যাক্রন। শনিবার এলিসি প্রাসাদে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুই সপ্তাহ আগে দ্বিতীয় রাউন্ডের ভোটে তার অতি ডান প্রতিদ্বন্দ্বী মেরিন লি পেনকে পরাজিত করেছিলেন ম্যাক্রন। শনিবার তার শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন ৫০০ অতিথি।

ম্যাক্রন বলেছেন, ‘ইউরোপ পরিবেশগত জরুরি অবস্থা ও মহামারি থেকে যুদ্ধে প্রত্যাবর্তন করেছে, আমাদের দেশ খুব কমই এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ফরাসি জনগণ ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট ও বিশদ প্রকল্প বেছে নিয়েছে, সেই ইউরোপীয় প্রকল্পটি হচেছ স্বাধীনতা, বৈজ্ঞানিক, সামাজিক ও পরিবেশগত অগ্রগতির।’

তিনি বলেন, ‘এটা ফ্রান্সকে তার নিজের সেরাটা দেখানোর সবচেয়ে কঠিন সময়। এই মুহুর্তে যখন শতাব্দী পরিবর্তন হচ্ছে, তখন আমাদের একটি পথ তৈরি করতে হবে এবং একসাথে এগিয়ে যাওয়ার পথ দেখাতে হবে। আমাদের বাস্তবতা দেখার সাহস হোক। আসুন আমরা স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব ও ধর্মনিরপেক্ষতার মূল্যবোধের প্রতি বিশ্বস্ত হই। আসুন আমরা প্রজাতন্ত্রকে এবং এর জন্য যা কিছু আছে তাকে ভালবাসি। আসুন আমরা আমাদের মাতৃভূমিকে ভালবাসি।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়