ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিহত ফিলিস্তিনি সাংবাদিকের কফিন বহনকারীদের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৩ মে ২০২২   আপডেট: ২২:৪৫, ১৩ মে ২০২২
নিহত ফিলিস্তিনি সাংবাদিকের কফিন বহনকারীদের ওপর হামলা

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার নিহত সাংবাদিক শিরিন আবু আকলিহের কফিন বহনকারী ফিলিস্তিনিদের পিটিয়েছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার দখলকৃত জেরুজালেমের ওল্ড সিটিতে এ ঘটনা ঘটেছে।

বুধবার ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন সাংবাদিক শিরিন। তিনি ওই সময় জেনিন শহরে সেনা অভিযান নিয়ে প্রতিবেদন পাঠাচ্ছিলেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা।

শুক্রবার ওল্ড সিটির সেন্ট জোসেফ হাসপাতাল থেকে শিরিনের কফিন বহন করে নিয়ে যাচ্ছিলেন ফিলিস্তিনিরা। এসময় তাদের অনেকে ফিলিস্তিনি পতাকা নাড়ছিল। অনেকে ‘আমাদের জীবন ও রক্ত দিয়ে শিরিন হত্যার প্রতিশোধ নেব’ বলে স্লোগান দিচ্ছিল। হাসপাতালে গেটে যাওয়ার পর ইসরায়েলি পুলিশ তাদেরকে পায়ে হেঁটে যাওয়ার পরিবর্তে গাড়িতে উঠতে বলে। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ শুরু করে। হামলার শিকার ফিলিস্তিনিরা ছুটোছুটি শুরু করলে শিরিনের কফিনটি পড়ে যায়। পরে পুলিশ কফিনটি গাড়িতে উঠিয়ে দেয়।
 
ইসরায়েলি পুলিশ অবশ্য হাসপাতালে বাইরে অবস্থানকারী ফিলিস্তিনিদের দাঙ্গাকারী বলে উল্লেখ করে বলেছে, প্রথমে তারাই পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়েছিল। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়