ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘চোরদের হাতে ক্ষমতা দেওয়ার চেয়ে পারমাণবিক বোমা ফেলা ভাল’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ১৪ মে ২০২২   আপডেট: ২২:৩০, ১৪ মে ২০২২
‘চোরদের হাতে ক্ষমতা দেওয়ার চেয়ে পারমাণবিক বোমা ফেলা ভাল’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘চোরদের হাতে ক্ষমতা হস্তান্তর করার চেয়ে পারমাণবিক বোমা ফেলা ভাল।’ শুক্রবার বানিগালায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান বলেছেন, তিনি দেশের উপর ‘চোরদের’ কর্তৃত্ব দেখে তিনি হতবাক হয়েছিলেন। এই লোকদের হাতে নেতৃত্ব দেওয়ার চেয়ে একটি পারমাণবিক বোমা ফেলা ভাল হত।

তিনি বলেছেন, যে শক্তিশালী লোকেরা তাকে ‘পূর্ববর্তী শাসকদের’ দুর্নীতির গল্প শুনিয়েছিল, তারা অন্যদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগের পরিবর্তে তার সরকারের কর্মক্ষমতার দিকে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া শুরু করেছিল। চোররা ক্ষমতায় এসে প্রতিটি প্রতিষ্ঠান ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে।  এখন প্রশ্ন করছে কোন সরকারি কর্মকর্তা ‘এই অপরাধীদের’ মামলা তদন্ত করবেন।

সম্প্রতি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অভিযোগ করেছেন, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে বক্তৃতা দিয়ে পাকিস্তানের জনগণের মন ‘বিষিয়ে তুলছেন’। বারবার (তৎকালীন বিরোধী দলে থাকা যারা এখন সরকারে) চোর ও ডাকাত বলে জাতিকে বিভক্ত করা হয়েছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়