ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যুক্তরাষ্ট্রের করোনার টিকা সরবরাহের প্রস্তাবে সাড়া নেই উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ২১ মে ২০২২   আপডেট: ২১:৩৬, ২১ মে ২০২২
যুক্তরাষ্ট্রের করোনার টিকা সরবরাহের প্রস্তাবে সাড়া নেই উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রের করোনার টিকা সরবরাহের প্রস্তাবে কোনো সাড়া দেয়নি উত্তর কোরিয়া। শনিবার দক্ষিণ কোরিয়া সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য জানিয়েছেন।

চলতি মাসে উত্তর কোরিয়ায় প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। দেশটির প্রায় ২৫ লাখ মানুষ ‘জ্বরে’ আক্রান্ত হয়েছে। সংক্রমণের বিস্তার ঠেকাতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে উত্তর কোরিয়া সরকার। করোনার টিকার অপর্যাপ্ততা এবং শনাক্ত পরীক্ষা ব্যবস্থা অপ্রতুল হওয়ায় ধারণা করা হচ্ছে দেশটিতে বিপুল সংখ্যক মানুষ মহামারি আক্রান্ত হতে পারে।

সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, ‘আমরা শুধু উত্তর কোরিয়াকেই নয়, চীনকেও টিকার প্রস্তাব দিয়েছি এবং আমরা তা অবিলম্বে সরবরাহ করতে প্রস্তুত রয়েছি। আমরা কোন প্রতিক্রিয়া পাইনি।’

এর আগে উত্তর কোরিয়া বিশ্বব্যাপী জাতিসংঘের কোভ্যাক্স এবং দক্ষিণ কোরিয়ার টিকা সরবরাহ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল উত্তর কোরিয়া। এমনকি দেশটি দাবি করেছে, সংক্রমণ নিয়ন্ত্রণে তারা সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং এতে তারা সফলতা পেয়েছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যমে করোনার চিকিৎসার জন্য নাগরিকদের হার্বাল চা ও লবণ পানি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়