ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে সরাসরি সম্পৃক্ত হতে হবে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২৭ মে ২০২২   আপডেট: ১৮:১৭, ২৭ মে ২০২২
যুদ্ধ বন্ধে ইউক্রেনকে সরাসরি সম্পৃক্ত হতে হবে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করা ইউক্রেনীয়দের কাছে হয়তো পছন্দীয় নয়। কিন্তু যুদ্ধ অবসানে বাস্তবতার নিরিখে তার দেশকে সরাসরি সম্পৃক্ত হতে হবে।

ইন্দোনেশিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, ‘রুশ নেতার সঙ্গে আলোচনা করার মতো বিষয় রয়েছে। আমি আপনাকে বলছি না যে, আমাদের জনগণ তার সঙ্গে কথা বলতে আগ্রহী, তবে আমরা যে জীবনযাপন করছি তার বাস্তবতার মুখোমুখি হতে হবে।’

তিনি বলেন, ‘আমরা এই বৈঠক থেকে কী চাই... আমরা আমাদের জীবন ফিরে পেতে চাই... আমরা একটি সার্বভৌম দেশের জীবন তার নিজস্ব ভূখণ্ডের মধ্যে পুনরুদ্ধার করতে চাই," তিনি বলেছিলেন।

জেলেনস্কির অভিযোগ, রাশিয়া গুরুত্বপূর্ণ শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে না।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে বেশ কয়েক দফা আলোচনার টেবিলেও বসেছে ইউক্রেন। কিন্তু শর্ত নিয়ে ঐক্যমত না হওয়ায় শেষ পর্যন্ত সফল হয়নি আলোচনা।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়