ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কিয়েভে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন

ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪১, ২৯ মে ২০২২   আপডেট: ০০:৪৫, ২৯ মে ২০২২
কিয়েভে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ইউক্রেনকে ভারী অস্ত্র সরবরাহের বিরুদ্ধে সতর্ক করেছেন।

শনিবার (২৮ মে), ৮০ মিনিট দীর্ঘ ওই ফোনালাপে রুশ প্রেসিডেন্ট পশ্চিমা নেতাদের এ সতর্কবার্তা দেন। খবর আল-জাজিরার।

পুতিন বলেন, শক্তিশালী অস্ত্র সরবরাহ পরিস্থিতি আরও অস্থিতিশীল করার এবং মানবিক সংকটকে আরও বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে।

এর আগে, রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে—এমন অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা নিয়ে সতর্কতা প্রকাশ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটা হবে মারাত্মক একটি পদক্ষেপ।’

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লেম্যান দখল করে ফেলেছে রাশিয়া।  রুশ প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে, ‘দোনেটস্ক পিপলস রিপাবলিক এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর মিলিশিয়া ইউনিটগুলির যৌথ পদক্ষেপে লেম্যান শহরটি সম্পূর্ণরূপে ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের কাছ থেকে মুক্ত করা হয়েছে।’

ঢাকা/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়