ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইউক্রেনে সহায়তার আগে স্কুলে নিরাপত্তার আহ্বান ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৬, ২৯ মে ২০২২   আপডেট: ০২:৩৭, ২৯ মে ২০২২
ইউক্রেনে সহায়তার আগে স্কুলে নিরাপত্তার আহ্বান ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির আইন প্রণেতাদের ইউক্রেনে অস্ত্র সহায়তা দেওয়ার আগে নিজ দেশের স্কুলে নিরাপত্তাকে গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৮ মে) আন্তর্জাতিক সংবাদসংস্থা বিবিসি এ খবর জানিয়েছে।

আগ্নেয়াস্ত্র বিষয়ক এক সম্মেলনে ট্রাম্প প্রশ্ন তোলেন, কিভাবে যুক্তরাষ্ট্র ইউক্রেনে ৪০ বিলিয়ন ডলারের অস্ত্র পাঠায় অথচ নিজেদের স্কুলের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনা।

হিউস্টনে আগ্নেয়াস্ত্রের পক্ষে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের চলমান সম্মেলনে এসব মন্তব্য করেন ট্রাম্প।

এর আগে, গত মঙ্গলবার দুপুরে সান অ্যান্টোনিও শহর থেকে ৮৩ কিলোমিটার দূরে অবস্থিত ইউভালদের রাব এলিমেন্টারি স্কুলে ১৮ বছরের এক বন্দুকধারী হামলা চালায়। বন্দুকধারী নির্বিচারে গুলি চালিয়ে ২১ জনকে হত্যা করে।

ঢাকা/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়