ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যেকোনো সময় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ৮ জুন ২০২২   আপডেট: ১৮:৪১, ৮ জুন ২০২২
যেকোনো সময় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া যেকোনো সময় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে। এক মার্কিন কর্মকর্তা এই সতর্কবার্তা দিয়েছেন বলে বুধবার বিবিসি জানিয়েছে।

রোববার উত্তর কোরিয়া আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। দেশটিতে এক দিনে একসঙ্গে এতোগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষার রেকর্ড এটি। এর পরই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সাং কিম জানিয়েছেন, সপ্তমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং সর্বশেষ পাঁচ বছর আগে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সাংবাদিকদের সাং কিম জানিয়েছেন, তিনি দক্ষিণ কোরিয়া ও জাপানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। উত্তর কোরিয়া যেকোনো সময় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে, এমনকি সেটা চলতি সপ্তাহেও হতে পারে।

কিম আরও জানান, চলতি বছর উত্তর কোরিয়া বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত দেশটিতে ৩১টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। অথচ ২০১৯ সালে সর্বোচ্চ ২৫টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়