ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১১ জুন ২০২২   আপডেট: ১৭:১২, ১১ জুন ২০২২
প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিলো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক কূটনীতিক চৌ সন-হুই। শনিবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

এমন সময় উত্তর কোরিয়া নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিলো যখন নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। একই সময় দেশটি যুক্তরাষ্ট্রের আলোচনায় বসার আহ্বানও উপেক্ষা করছে।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, চৌ এর আগে সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক সামরিক কমকর্তা ও পররাষ্ট্রমন্ত্রী রি সন গৌনের স্থলাভিষিক্ত হলেন। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি বৈঠকে শীর্ষনেতা কিম জং উন চৌকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হতে বলেছিলেন।

সাবেক কূটনীতিক চৌ এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার সময় উনের সফরসঙ্গী ছিলেন। এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময়ও হাজির ছিলেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়