ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুমোদন যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ১৭ জুন ২০২২  
অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুমোদন যুক্তরাজ্যের

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। ইরাক ও আফগানিস্তান যুদ্ধ সম্পর্কিত গোপন ফাইল প্রকাশের জন্য বিচারের মুখোমুখি করতে শুক্রবার তার এই প্রত্যার্পণের অনুমোদন দেওয়া হয়েছে।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাসাঞ্জের প্রত্যার্পণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য ১৪ দিন সময় আছে। আদালত জানিয়েছে, এই প্রত্যর্পণ ‘অ্যাসাঞ্জের মানবাধিকারের বিরুদ্ধে যাবে না’ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন ‘তার সাথে যথাযথ আচরণ করা হবে।’

যুক্তরাষ্ট্রের ইরাক ও আফগানিস্তান যুদ্ধ সম্পর্কিত গোপন  নথিগুলো অ্যাসাঞ্জ উইকিলিকসের মাধ্যমে ২০২০ ও ২০১১ সালে ফাঁস করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, এর মাধ্যমে আইন ভঙ্গ করা হয়েছে এবং অ্যাসাঞ্জ মার্কিনিদের জীবন বিপন্ন করেছেন।  গ্রেপ্তার এড়াতে সাত বছর ধরে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ। সেখান থেকে ২০২০ সালের ১১ এপ্রিল তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ।

উইকিলিকস জানিয়েছে, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।

অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা বলেছেন, তার স্বামী ‘কোনও ভুল করেননি’ এবং ‘তিনি কোনও অপরাধ করেননি।’

স্টেলা বলেছেন, ‘তিনি একজন সাংবাদিক এবং একজন প্রকাশক, এবং তার কাজ করার জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়