ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কাবুলে শিখ মন্দিরে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৮ জুন ২০২২   আপডেট: ১৬:৩৭, ১৮ জুন ২০২২
কাবুলে শিখ মন্দিরে বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখ সম্প্রদায়ের একটি মন্দিরে বোমা হামলায় একজন উপাসক এবং এক তালেবান সদস্য নিহত হয়েছে। একইসঙ্গে নিহত হয়েছে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

শনিবার ভোরে মন্দিরে বোমাটির বিস্ফোরণ ঘটে। ওই সময় সেখানে ৩০ জন প্রার্থণা করছিলেন।

গরনাম সিং নামের এক স্থানীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামলার পর তালেবান শিখদের মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না।

তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীরা ওই এলাকায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি চালানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর আগেই বোমার বিস্ফোরণ ঘটে যায়।

গত বছর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়