ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সেভেরোদোনেৎস্কে বিপুল সংখ্যক রিজার্ভ সেনা পাঠাচ্ছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৯, ১৯ জুন ২০২২   আপডেট: ০৪:৫৩, ১৯ জুন ২০২২
সেভেরোদোনেৎস্কে বিপুল সংখ্যক রিজার্ভ সেনা পাঠাচ্ছে রাশিয়া

ছবি: ইন্টারনেট

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস প্রদেশের সেভেরোদোনেৎস্কে অন্যান্য যুদ্ধক্ষেত্র থেকে বিপুল সংখ্যক রিজার্ভ সেনা পাঠাচ্ছে রাশিয়া। শনিবার (১৮ জুন) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই টেলিভিশনে দেয়া এক বার্তায় বলেন, আজ, আগামীকাল বা পরশু, রাশিয়ার কাছে থাকা সব মজুদ তারা মোতায়েন করবে…।

তিনি আরও বলেন, রাশিয়ান বাহিনী ইতিমধ্যে সেভেরোদোনেৎস্কের বেশিরভাগ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তবে পুরোটা এখনো নিতে পারেনি।

এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক আকস্মিক সফরে ইউক্রেনে গেছেন। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন এবং দেশটির সেনাবাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন।

ঢাকা/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়