ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইউক্রেনের রাজধানীতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ২৬ জুন ২০২২   আপডেট: ১৭:৫৬, ২৬ জুন ২০২২
ইউক্রেনের রাজধানীতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রোববার কিয়েভের মেয়র ভিটালি ক্লিতসচকো এ তথ্য জানিয়েছেন।

মেয়র বলেছেন, ‘স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে একটি আবাসিক ভবনে রকেট হামলার পর আমাদের অনেক আহত হয়েছে। আগুন নেভাতে এবং ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে লোকজনকে বের করে আনার জন্য আমরা যা যা করা সম্ভব করছি। আমরা আশা করি কেউ মারা যায়নি তবে চূড়ান্ত তথ্য আমরা কয়েক ঘন্টার মধ্যে পাব।’

বিবিসির সাংবাদিক কিয়েভ থেকে বলেছেন, ‘কিয়েভে আরও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে - আমরা একটি বাঙ্কারে আশ্রয় নিচ্ছি। একজন স্থানীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন যে কিয়েভ অঞ্চলে অন্তত ছয়টি বিস্ফোরণ হয়েছে।’

ইউক্রেনের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, কিয়েভের অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত করা ক্ষেপণাস্ত্রগুলো কাস্পিয়ান সাগর থেকে ছোড়া করা হয়েছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়