ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গুজরাট দাঙ্গায় মোদির ভূমিকা নিয়ে সরব মানবাধিকার কর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ২৬ জুন ২০২২   আপডেট: ১৫:০৩, ২৭ জুন ২০২২
গুজরাট দাঙ্গায় মোদির ভূমিকা নিয়ে সরব মানবাধিকার কর্মী গ্রেপ্তার

ভারতের গুজরাট দাঙ্গায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির অব্যাহতিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া মানবাধিকার কর্মী তিস্তা সেতালভাদকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গুজরাট দাঙ্গা নিয়ে সেতালভাদ ভিত্তিহীন অভিযোগ আনছেন বলে প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ সহযোগী অমিত শাহ দাবি করার পরের দিন শনিবার এ গ্রেপ্তারের ঘটনা ঘটলো।

এদিকে সেতালভাদের এই গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে খোদ জাতিসংঘ।

২০০২ সালের গুজরাট দাঙ্গায় স্বজনহারানো ব্যক্তিরা যাতে ন্যায় বিচার পান সেজন্য গত দুই দশক ধরে একটানা আইনি লড়াই চালিয়ে আসছেন তিস্তা সেতালভাদ ও তার এনজিও সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস (সিজেপি)। গুজরাট দাঙ্গায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ক্লিনচিটকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সেতালভাদ ও প্রাক্তন নেতা এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। এহসান জাফরিকে দাঙ্গাকারীরা জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল দাঙ্গাকারীরা। শুক্রবার ওই রিট খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, ‘সেতালভাদ চাইছেন দাঙ্গা নিয়ে বিতর্কের আগুন যেন জিইয়ে রাখা যায় বা অন্যভাবে বললে তাওয়া গরম রাখা যায়।’

এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, গুজরাট দাঙ্গা নিয়ে তিস্তা শীতলবাদের এনজিও ভিত্তিহীন অভিযোগ আনছে পুলিশের বিরুদ্ধে। 

অমিত শাহের এই দাবির পর, মুম্বাইয়ে সেতালভাদের বাড়িতে হানা দেয় গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস)।

সেতালভাদের এই গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিবার বিষয়ক বিশেষ দূত মেরি ললর বলেছেন, ‘মানবাধিকার কর্মী তিস্তা সেতালভাদকে গুজরাট পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের আটক করার খবরে গভীরভাবে উদ্বিগ্ন।’ 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়