ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মনিপুরে ভূমিধস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৩০ জুন ২০২২  
মনিপুরে ভূমিধস

ভারতের পশ্চিম মণিপুরের নোনি জেলার একটি শহরে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জন মাটির নিচে আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নোনি জেলার ডেপুটি কমিশনার হাউলিয়ানলাল গুইতে বলেছেন, ওই এলাকায় একটি বড় রেললাইন নির্মাণের কাজ চলছিল। অনেক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি জানিয়েছেন, ইজেই নদীর গতিপথ পরিবর্তনে একটি বাঁধের মতো কাঠামো তৈরি করা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। 
জেলা প্রশাসন অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য জাতীয় এবং রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে যোগাযোগ করছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক করেছেন।

এক টুইটে বীরেন সিং বলেছেন, ‘আজ টুপুলে ভূমিধসের পরিস্থিতি মূল্যায়ন করার জন্য একটি জরুরি সভা ডাকা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান ইতোমধ্যে চলছে। আসুন আজ তাদের জন্য প্রার্থনা করি। অভিযানে সহায়তা করার জন্য চিকিৎসকদের সঙ্গে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়