ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রার্থী এক জন, তবুও নির্বাচনী প্রচার ব্যয় ১০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ৫ জুলাই ২০২২  
প্রার্থী এক জন, তবুও নির্বাচনী প্রচার ব্যয় ১০ কোটি টাকা

চলতি বছরের শুরুতে নির্বাচনী প্রচারের জন্য অনুদান হিসেবে ১৪ লাখ মার্কিন ডলার ( ১৩ কোটি আট লাখ টাকা) পেয়েছিলেন হংকংয়ের নতুন নির্বাহী জন লি। গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থী ছিলেন তিনি একাই। একক প্রার্থী হয়েও নির্বাচনী প্রচারে তিনি খরচ করেছে ১১ লাখ ডলার (১০ কোটি ২৮ লাখ টাকা)। সোমবার প্রকাশিত সরকারি নথিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকার প্রকাশিত নির্বাচনী আয়-ব্যয়ের তালিকায় দেখা গেছে, জন লি অনুদান হিসেবে পাওয়া অর্থের বড় অংশ ব্যয় করেছেন বিজ্ঞাপন, সমাবেশ, অফিস ভাড়া ও যাতায়াত হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনের জন্য প্রায় ২ লাখ ৫৫ হাজার ডলার এবং অফিস ভাড়া ও যাতায়াত বাবদ তিনি খরচ করেছেন ৯০ হাজার ৫০০ ডলার। হি

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৫৯টি বেইজিংপন্থী ব্যবসায়ী ও সম্প্রদায়ের কাছ থেকে অনুদান এসেছে। সাবেক ব্রিটিশ উপনিবেশটিতে গণতন্ত্রপন্থীদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগে চীন ও হংকংয়ের যে ১১ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে লি তাদের মধ্যে অন্যতম।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়