ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জনসনের মন্ত্রিসভা থেকে আরও ২ মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ৬ জুলাই ২০২২  
জনসনের মন্ত্রিসভা থেকে আরও ২ মন্ত্রীর পদত্যাগ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভা থেকে আরও দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। বুধবার শিশু ও পরিবার বিষয়ক মন্ত্রী এবং  জুনিয়র পরিবহন মন্ত্রী এই পদত্যাগের কথা জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় চ্যান্সেলর ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ১০ মিনিটের ব্যাবধানে পদত্যাগ করেন। যৌন অসদাচরণের অভিযোগে অভিযুক্ত এমপি ক্রিস পিঞ্চারকে তার সরকারে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী জনসন দুঃখ প্রকাশ করার পর এই দুই মন্ত্রী তাদের পদ থেকে সরে দাঁড়ান। বুধবার নতুন করে আরও দুই মন্ত্রীর পদত্যাগের ফলে প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি কনজারভেটিভ সরকারের সঙ্কট আরো গভীর হলো।

বুধবার পদত্যাগ করা শিশু ও পরিবার বিষয়ক মন্ত্রী উইল কুইন্স, বলেছেন, ‘আমার পদত্যাগ করা ছাড়া তার কোন বিকল্প নেই।’

জুনিয়র পরিবহন মন্ত্রী লরা ট্রট জানিয়েছেন, তিনি সরকারের উপর ‘আস্থা’ হারানোর জন্য পদত্যাগ করছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়