ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ করায় ৪ এমপি বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২৬ জুলাই ২০২২   আপডেট: ১১:৩৬, ২৬ জুলাই ২০২২
পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ করায় ৪ এমপি বহিষ্কার

দ্রব্যমূল্যের দাম বাড়ার প্রতিবাদে প্ল্যাকার্ড নিয়ে ভারতের লোকসভার ভেতর বিক্ষোভ প্রদর্শনের কারণে কংগ্রেস দলীয়  চার এমপিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  

লোকসভার স্পিকার ওম বিড়লা সোমবার (২৫ জুলাই) তাদের বহিষ্কারের নির্দেশ দেন।

সংবাদ মাধ্যম জানায়, লোকসভায় বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে।  এসময় চার এমপি প্ল্যাকার্ড নিয়ে লোকসভার ভেতর প্রতিবাদ করতে শুরু করেন। পরে তাদের লোকসভার এই অধিবেশন চলা পর্যন্ত বহিষ্কার করেন স্পিকার। বহিষ্কারের খবর জানার পরপরই চার এমপি পার্লামেন্ট ভবনের সামনে থাকা গান্ধীর মূর্তির সামনে অবস্থান নেন এবং স্লোগান দিতে শুরু করেন।

লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ বলেন, ‌‘এমপিরা গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, ময়দা এবং বাটার মিল্কের মতো জিনিসের উপর জিএসটি আরোপের বিষয়গুলি প্ল্যাকার্ডে তুলে ধরেছেন। আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনার দাবি জানিয়ে একটি প্রস্তাব দিয়েছিলামভ। কিন্তু কোনো আলোচনা হয়নি।’

এদিকে লোকসভা অধিবেশনে এমপিদের এমন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন স্পিকার। তিনি বলেন, ‘আপনারা যদি প্ল্যাকার্ড দেখাতে চান তবে তা পার্লামেন্টের বাইরে গিয়ে দেখান। আমি আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু আমার সদয়তাকে দুর্বলতা মনে করবেন না।’ 

সূত্র: এনডিটিভি

মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়