ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যুক্তরাষ্ট্রে দেড় হাজার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ৬ আগস্ট ২০২২  
যুক্তরাষ্ট্রে দেড় হাজার ফ্লাইট বাতিল

বজ্রপাতসহ ঝড়ের কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রে এক হাজার ৫০০ এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার পূর্ব উপকূলে প্রধান বিমানবন্দরে বজ্রঝড় আঘাত হানার পর দ্বিতীয় দিনের মতো এই ফ্লাইট বাতিল করা হয়।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ারের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে দেড় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউ ইয়র্কের লাগার্ডিয়া, নিউ ইয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এবং ওয়াশিংটনের বাইরে রেগান জাতীয় বিমানবন্দর ছিল ফ্লাইট বাতিলের শীর্ষে।

এর আগে বৃহস্পতিবার, এয়ারলাইন্সগুলি এক হাজার ২৪৮টি ফ্লাইট বাতিল করেছিল। ওই দিনি সাউথওয়েস্ট এয়ারলাইন্স ৩৭০টি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া সংস্থাটি আরও প্রায় এক হাজার ৮০০ ফ্লাইট বিলম্বিত করেছে।

সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আবহাওয়া-সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করছি যা এই সপ্তাহে সারা দেশে আমাদের অনেক বড় কার্যক্রমকে প্রভাবিত করছে।’

ফ্লাইট অ্যাওয়ারের দেওয়া তথ্য অনুযায়ী,  শুক্রবার যুক্তরাষ্ট্রে সাত হাজার ৭০০টিরও বেশি ফ্লাইটের যাত্রায় দেরি হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়