ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তৃতীয় দিনে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ৭ আগস্ট ২০২২  
তৃতীয় দিনে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩১

তৃতীয় দিনের মতো রোববার অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ এ পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ছয় শিশু ও চার নারী রয়েছে। তিন দিনের হামলায় আহত হয়েছে ২৬৫ জন।

গত সোমবার পশ্চিম তীরে ইসলামিক জিহাদ গ্রুপের এক নেতাকে গ্রেপ্তারের পর ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করে। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল গাজার আশেপাশের সড়কগুলো বন্ধ করে দেয়। সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়। শুক্রবার গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই হামলা এক সপ্তাহ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

ইসরায়েলি বাহিনী সতর্ক করে দিয়ে বলেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের বিরুদ্ধে তাদের ‘পূর্ব পরিকল্পিত’ অভিযান এক সপ্তাহ স্থায়ী হতে পারে। এই অভিযানে গাজার অ্যাপার্টমেন্ট ভবনগুলো ধ্বংস করেছে এবং ইসলামিক জিহাদের দুই সিনিয়র নেতা নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘অবিলম্বে সাহায্যের হাত বাড়ানোর’ আহ্বান জানিয়েছে। কারণ হাসপাতালগুলোতে জ্বালানির সঙ্কটের কারণে জেনারেটর চালানো যাচ্ছে না।

স্বাস্থ্য দপ্তরের পরিচালক মেধাত আব্বাস আল জাজিরাকে বলেছেন, ‘বিদ্যুৎ এখন দিনে চার ঘন্টা থাকে। এর মানে হল আমাদের জেনারেটরের উপর নির্ভর করতে হচ্ছে এবং প্রতি মাসে পাঁচ লাখ লিটার তেল খরচ করতে হবে। আমাদের কাছে এখন এই জ্বালানি নেই।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়