ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘জাতীয় পতাকা না কিনলে রেশন মিলছে না’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১১ আগস্ট ২০২২  
‘জাতীয় পতাকা না কিনলে রেশন মিলছে না’

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, জাতীয় পতাকা না কিনলে সরকার বিনামূল্যে দরিদ্রদের রেশন দিচ্ছে না। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

১৫ আগস্ট ভারত স্বাধীনতার ৭৫তম বছর উদযাপন করতে যাচ্ছে। দিনটি উপলক্ষে দেশটির বিভিন্ন শহরে জাতীয় পতাকা বিক্রি হচ্ছে। স্বাধীনতা দিবসে রীতি অনুযায়ী, সব দেশেই বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

কিন্তু রাহুল গান্ধীর অভিযোগ হচ্ছে, সরকার দেশপ্রেমের অজুহাত দেখিয়ে দরিদ্রদের পতাকা কিনতে বাধ্য করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, হরিয়ানা রাজ্যে রেশন নিতে আসা দরিদ্রদের পতাকা কিনতে জবরদস্তি করা হচ্ছে। অথচ তারা পতাকা কিনতে চাচ্ছে না।

এক রেশন দোকানদারকে বলতে শোনা গেছে, ‘সরকারি এই আদেশ শীর্ষ পর্যায় থেকে এসেছে। আমাকে আমার কর্তা বলেছেন, যারা পতাকা কিনবে না তাদেরকে যেন রেশন দেওয়া না হয়।’

জাতীয়তাবাদ কখনও বিক্রি করা যায় না উল্লেখ করে ফেসবুক পোস্টে রাহুল গান্ধী বলেছেন, ‘তেরঙার পাশাপাশি বিজেপি সরকার আমাদের দেশের গরীবের আত্মসম্মানে আঘাত করছে।’

নরেন্দ্র মোদি সরকারের অন্যান্য সমালোচকরা বলেছেন, সরকারের সমর্থকরা শিক্ষার্থী, দোকানদার, আবাসন সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা প্রদর্শনের জন্য চাপ দিচ্ছে।

বিশ্লেষক পার্সা ভেন্তাক্টেশ্বর রাও জুনিয়র বলেছেন, ‘যেহেতু মোদির দল দেশপ্রেমকে তাদের আদর্শের অংশ হিসাবে গ্রহণ করেছে, তাই তারা দেশপ্রেমমূলক অনুষ্ঠানের সাথে নিজেদের সম্পৃক্ত করার কোনও সুযোগ হাতছাড়া করে না। বলার অপেক্ষা রাখে না যে, এই দেশপ্রেম হিন্দু দেশপ্রেম।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়