ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গম ও ভুট্টা নিয়ে ইউক্রেন ছাড়লো ২ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১২ আগস্ট ২০২২   আপডেট: ১৬:০৮, ১২ আগস্ট ২০২২
গম ও ভুট্টা নিয়ে ইউক্রেন ছাড়লো ২ জাহাজ

ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর থেকে গম ও ভুট্টা নিয়ে দুটি জাহাজ রওয়ানা হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটি থেকে খাদ্যপণ্য নিয়ে এ পর্যন্ত ১৪টি জাহাজ ছেড়ে গেছে। শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা দপ্তর এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বেলিজ-পতাকাবাহী জাহাজ সোরমোভস্কি ইউক্রেনের চোরনোমর্স্ক বন্দর ছেড়েছে। জাহাজটি তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় টেকিরদাগ প্রদেশে তিন হাজার ৫০ টন গম নিয়ে গেছে।

ফেব্রুয়ারি মাসের পর এটি ছিল ইউক্রেন থেকে যাওয়া গমের প্রথম চালান। যুদ্ধ শুরুর আগে বিশ্বে গম রপ্তানির প্রায় এক তৃতীয়াংশ আসতো ইউক্রেন ও রাশিয়া থেকে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্শাল দ্বীপ পতাকাবাহী স্টার লরা নামের আরেকটি জাহাজ ৬০ হাজার টন ভুট্টা নিয়ে ইরানের উদ্দেশ্যে ইউঝনি শহরের পিভডেনি বন্দর থেকে রওনা হয়েছে।

বিশ্ববাজারে ইউক্রেনীয় খাদ্যশস্যের ঘাটতির কারণে দুর্ভিক্ষের আশঙ্কার কথা গত মাসে জানিয়েছিল জাতিসংঘ। এরপরই তুরস্কের সহযোগিতায় ও জাতিসংঘের মধ্যস্থতায় খাদ্যশস্য রপ্তানিতে রাজী হয় ইউক্রেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়