ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সালমান রুশদি ভেন্টিলেশনে, চোখ হারানোর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ১৩ আগস্ট ২০২২   আপডেট: ১০:৩২, ১৩ আগস্ট ২০২২
সালমান রুশদি ভেন্টিলেশনে, চোখ হারানোর শঙ্কা

সালমান রুশদি

যুক্তরাষ্ট্রে বিতর্কিত লেখক সালমান রুশদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি ভেন্টিলেটর সাপোর্টে (কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া) রয়েছেন। পারছেন না কথা বলতে। 

সালমান রুশদির শারীরিক অবস্থার বিষয়ে এক বিবৃতিতে এসব জানিয়েছেন তার  এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি। 

তিনি বলেছেন, সালমান রুশদির অবস্থা তেমন একটা ভালো না। তিনি এক চোখ হারাতে পারেন। ছুরিকাঘাতে তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সালমান রুশদির ওপর হামলা 

শুক্রবার নিউইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানমঞ্চে কথা বলার সময় তার ঘাড়ে এক হামলাকারী ছুরিকাঘাত করেন। পরে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এ ঘটনার পর স্থানীয় পুলিশ হাদি মাতার (২৪) নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে।

ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক রুশদির লেখা ‘স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পর ১৯৮৯ সালে মুসলিম বিশ্বে বিক্ষোভের ঝড় ওঠে। ধর্ম অবমাননার অভিযোগে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। রুশদির মাথার জন্য ২৮ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে ইরান। ২০১৬ সালে পুরস্কারের অঙ্ক বাড়িয়ে ৩৪ লাখ ডলার করা হয়।

তথ‌্য সূত্র : বিবিসি 

ঢাকা/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়