ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুখোমুখি বসতে পারেন বাইডেন ও জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ১৩ আগস্ট ২০২২  
মুখোমুখি বসতে পারেন বাইডেন ও জিনপিং

মুখোমুখি বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী নভেম্বরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সম্মেলনে এই দুই নেতার বৈঠকের বিষয়ে কাজ করছেন মার্কিন ও চীনা কর্মকর্তারা।

বাইডেনের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শীর্ষ উপদেষ্টা কার্ট ক্যাম্পবেল বলেছেন,‘আমি নিশ্চিত করতে পারি যে দুই নেতা... তাদের সাম্প্রতিক টেলিফোন আলাপের সময় একটি সম্ভাব্য মুখোমুখি বৈঠক নিয়ে আলোচনা করেছেন এবং সুনির্দিষ্ট বিষয়গুলি বাছাই করার জন্য তাদের কর্মকর্তাদের কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন।’

জুলাইয়ের শেষের দিকে বিভিন্ন ইস্যুতে টেলিফোনে আলাপ করেছিলেন বাইডেন ও জিনপিং। ওই সময় তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিলেন জিনপিং।

ক্যাম্পবেল অবশ্য বৈঠকের স্থান কিংবা সময় সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার জানিয়েছে, আগামী নভেম্বরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় জিনপিংয়ের সফর এবং বাইডেনের সঙ্গে বৈঠকের বিষয়ে কাজ করছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়