ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

থাইল্যান্ডের ১৭ স্থানে বিস্ফোরণ 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ১৭ আগস্ট ২০২২  
থাইল্যান্ডের ১৭ স্থানে বিস্ফোরণ 

থাইল্যান্ডের অন্তত ১৭টি স্থানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার এ ঘটনায় আহত হয়েছে সাত জন।

পুলিশ ও সামরিক বিবৃতি অনুযায়ী, বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলো মধ্যরাতের পরে ঘটেছিল এবং তিনটি প্রদেশজুড়ে  দোকান এবং একটি গ্যাস স্টেশননে এ হামলা চালানো হয়। এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

মালয়েশিয়ার সীমান্ত বরাবর দক্ষিণ থাইল্যান্ডের প্রদেশগুলোতে এক দশক ধরে  বিদ্রোহ দেখা গেছে। থাই সরকার পট্টানি, ইয়ালা, নারাথিওয়াত ও সোংখলার কিছু অংশের মুসলিম প্রধান প্রদেশগুলোতে স্বাধীনতা চাওয়া কিছু গোষ্ঠির সঙ্গে লড়াই করছে।

সহিংসতা পর্যবেক্ষণকারী ডিপ সাউথ ওয়াচ গ্রুপের মতে ২০০৪ সাল থেকে এ পর্যন্ত সংঘাতে সাত হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়