ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাশিয়া থেকে তেল আমদানি করবে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ১৮ আগস্ট ২০২২  
রাশিয়া থেকে তেল আমদানি করবে মিয়ানমার

রাশিয়া থেকে তেল আমদানি করবে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার সঙ্গে মিয়ানমারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুটি দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে রয়েছে। সামরিক অভ্যুত্থানের জন্য মিয়ানমারের ওপর এবং ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

রাশিয়া এশিয়ায় তার জ্বালানি শক্তির জন্য নতুন গ্রাহক খুঁজছে। কারণ তার জ্বালানি পণ্যের বৃহত্তম রপ্তানি গন্তব্য হচ্ছে ইউরোপ, যেটি চলতি বছরের শেষের দিকে পর্যায়ক্রমে মস্কোর তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে।

মিয়ানমারের সামরিক মুখপাত্র জাও মিন তুন বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা রাশিয়া থেকে পেট্রোল আমদানির অনুমতি পেয়েছি। গুণমান এবং কম খরচের জন্য এটি অনুকূল।’ সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং গত মাসে রাশিয়া সফরে তেল ও গ্যাস নিয়ে আলোচনা করেছিলেন বলে জানান তিনি।

মিয়ানমারের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের চালান সেপ্টেম্বর থেকে আসা শুরু হওয়ার কথা।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়