ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দুই সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারেন গোটাবায়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ২৩ আগস্ট ২০২২   আপডেট: ২০:২৪, ২৩ আগস্ট ২০২২
দুই সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারেন গোটাবায়া

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দুই সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সরকারবিরোধী বিক্ষোভের  মুখে গত জুলাইয়ে দেশ থেকে পালিয়ে প্রথমে মালদ্বীপ ও পরে সিঙ্গাপুরে আশ্রয় নেন গোটাবায়া। সিঙ্গাপুরে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চলতি সপ্তাহে তিনি থাইল্যান্ডে চলে যান।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার গোটাবায়া দেশে ফিরতে পারেন। তবে শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল পোদুজানা পেরামুনার সঙ্গে তার নিরাপত্তা ও অন্যান্য ইস্যুতে সমঝোতা হওয়ার পরই দেশে ফিরবেন গোটাবায়া।

সূত্র বলেছে, ‘তিনি সুনিশ্চিতই ফিরতে চান। তবে নিরাপত্তা হচ্ছে প্রধান ইস্যু এবং গোয়েন্দা বিভাগ থেকে তাকে আরও দেরিতে ফিরতে বলা হয়েছে। তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়া গেলে তিনি দুই সপ্তাহ পরে কিংবা তার আগেও ফিরতে পারেন।’

আরেকটি সূত্র জানিয়েছে, থাইল্যান্ডের নিরাপত্তার জন্য গোটাবায়াকে অনেক অর্থ খরচ করতে হচ্ছে। এ কারণেই তিনি দেশে ফিরতে চাচ্ছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ