ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে আদালতের অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৪ আগস্ট ২০২২  
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে আদালতের অব্যাহতি

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। মেয়াদের সময়সীমা নিয়ে দায়ের করা একটি মামলা বিচারাধীন থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

২০১৪ সাল থেকে ক্ষমতায় রয়েছেন প্রায়ুত। সংবিধান অনুযায়ী, আট বছরের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি ক্ষমতায় আছেন অভিযোগ এনে থাইল্যান্ডের বিরোধীদলগুলো সম্প্রতি মামলা করেছে।

আদালত বলেছে,‘আদালত আবেদনটি এবং সমর্থনকারী নথিগুলো বিবেচনা করে এবং আবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, মামলায় অনুরোধ আসতে পারে এমন সন্দেহ করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। সুতরাং, সংখ্যাগরিষ্ঠ ভোট (পাঁচ বিচারপতির মধ্যে চার জন) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে প্রায়ুতকে অব্যাহতি দেওয়া হলো, যা ২৪ আগস্ট ২০২২ থেকে কার্যকর হবে।’

এএফপি জানিয়েছে, সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য উপপ্রধানমন্ত্রী প্রায়ুত ওংসুয়ান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়