ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেক্সিকোতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২২ সেপ্টেম্বর ২০২২  
মেক্সিকোতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম প্রহরের পর ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পশ্চিম মেক্সিকোতে আঘাত হানে। এ ঘটনায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিশদ বিবরণ পাওয়া যায়নি।

মেক্সিকো সিটি সরকার জানিয়েছে, ভূমিকম্পের সময় এক নারী শহরের কেন্দ্রীয় ডক্টরস পাড়ায় তার বাড়ির সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যান। ওই সময় নগরীর ভবনগুলি কাঁপছিল। আহত ওই নারীর মৃত্যু হয়েছে। এছাড়া শহরের দক্ষিণে ভূমিকম্পের পর এক ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে। নগরীর অন্য কোথায় এখনও ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস প্রথমে ভূমিকম্পটি ৭ মাত্রার বলে জানিয়েছিল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ দশমিক ৭ কিলোমিটার। স্থান

মেক্সিকো সিটির রোমা সুর এলাকার আশেপাশে আতঙ্কিত বাসিন্দারা রাতের পোশাক এবং পায়জামা পরেই বাড়ির বাইরে বের হয়ে এসেছিলেন। ভূমিকম্পের অ্যালার্ম চারবার বেজে উঠলে প্রতিবেশীরা একে অপরকে সান্ত্বনা দেয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়