ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইরানে হিজাব ইস্যুতে বিক্ষোভে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২২ সেপ্টেম্বর ২০২২  
ইরানে হিজাব ইস্যুতে বিক্ষোভে নিহত ৩১

নীতি পুলিশের হেফাজতে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভে গত ছয় দিনে ইরানে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ৩১ জন বেসামরিক লোক নিহত হয়েছে। অসলোভিত্তিক একটি এনজিও সংস্থা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে ইরানের কুর্দিস্তান থেকে রাজধানী তেহরানে আসা ২২ বছর বয়সী নারী মাশা আমিনিকে হিজাব আইন লংঘনের দায়ে গ্রেপ্তার করেছিল নীতি পুলিশ। পরে পুলিশি হেফাজতে মাশার মৃত্যু হয়। এর প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ইরান মানবাধিকার (আইএইচআর) সংস্থার পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছেন, ‘ইরানের জনগণ তাদের মৌলিক অধিকার এবং মানবিক মর্যাদা অর্জনের জন্য রাস্তায় নেমে এসেছে... এবং সরকার তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের জবাব বুলেট দিয়ে দিচ্ছে।

আইএইচআর জানিয়েছে, ৩০টিরও বেশি শহর এবং অন্যান্য নগর কেন্দ্রে বিক্ষোভ হয়েছে।  বিক্ষোভকারী এবং সুশীল সমাজ কর্মীদের ‘গণগ্রেপ্তার’ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, কাস্পিয়ান সাগরের উত্তর মাজানদারান প্রদেশের আমোল শহরে বুধবার রাতে ১১ জন নিহত হয়। ওই রাতে একই প্রদেশের বাবোলে ছয়জন নিহত হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়